Learnera Academy Logo
Search
Close this search box.

সংবাদের উপাদান: ঘটনা যেসব কারণে সংবাদ হয়

ফিচার ইমেজ: সংবাদ উপাদান, ঘটনা যেসব কারণে সংবাদ হয়
ফিচার ইমেজ: সংবাদ উপাদান, ঘটনা যেসব কারণে সংবাদ হয়

সূচিপত্র

কখনো কি ভেবেছেন, কেন এখন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে প্রতিদিনই গণমাধ্যমে সংবাদ প্রচার হয়? প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর চেয়ে ভয়াবহ হলেও সেসব নিয়ে কেন নিয়মিত সংবাদ হয় না?

কারণ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিণামে বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের জনসাধারণও প্রতিনিয়তই হোঁচট খাচ্ছে। প্রায় এক শতাব্দী পূর্বের বিশ্বযুদ্ধের সরাসরি বা তাৎক্ষনিক কোনো প্রভাব এখন আর নেই।

কেন লিওনেল মেসি কোনো ম্যাচে হারলেও তাকে নিয়ে খেলাধুলার পাতায় বড় করে সংবাদ ছাপা হয়? অথচ আপনি পাড়ার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেও তা নিয়ে কোন সংবাদ হয় না!

উত্তর, লিওনেল মেসির বিশ্বজোড়া তারকাখ্যাতি এবং তাকে নিয়ে মানুষের প্রচণ্ড আগ্রহ।

সংবাদের ধারণা ও সংজ্ঞা সম্পর্কিত নিবন্ধে আমরা পড়েছিলাম, “যদি কোন কুকুর মানুষকে কামড়ায়, সেটি সংবাদ নয়; কারণ এমনটি প্রায়ই ঘটে। কিন্তু কোনো মানুষ কুকুরকে কামড়ালে সেটি সংবাদ।”1 লেখক: John B. Bogart; উদ্ধৃতি: “When a dog bites a man that is not news, because it happens so often. But when a man bites a dog that is news.”

কিন্তু কেন? কারণ, কুকুরের মানুষ কামড়ানোতে নেই কোনো অস্বাভাবিকতা, বিশেষ তাৎপর্যও নেই। কিন্তু মানুষ কুকুরকে কামড়ানো একটি বিস্ময়কর ঘটনা।

মূলত ঘটনার সময়কাল বা তাৎক্ষনিকতা, স্থান, পরিণাম, অস্বাভাবিকতা, বিস্ময় কিংবা ঘটনার কারিগরের সুখ্যাতি ও কুখ্যাতি, জনপ্রিয়তা ইত্যাদি বিষয়বস্তুই ঘটনাকে সংবাদে রূপান্তরিত করে।

 

সংবাদের উপাদান – Elements of News

আমাদের সমাজ, দেশ, বিদেশে প্রতিনিয়ত ঘটে চলা বিভিন্ন ঘটনার বস্তুনিষ্ঠ বর্ণনাই সংবাদ। সপ্তাহখানেক দৈনিক সংবাদপত্র বা টেলিভিশনের সংবাদ পর্যবেক্ষণ করলে আমরা দেখবো- এসব সংবাদের বিষয়বস্তু প্রায় একই, প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, কেবল প্রেক্ষাপট বা কারিগর ভিন্ন। 

আজ হয়তো পত্রিকায় ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে সংবাদ ছাপা হয়েছে, কাল হবে ইউক্রেন-রাশিয়া নিয়ে। টেলিভিশনে সকালের সংবাদে মেসিকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে রাতে হবে রোনাল্ডোকে নিয়ে। 

এসব বিষয়বস্তুই সংবাদের উপাদান (Elements of News)। কোনো ঘটনায় এমন এক বা একাধিক উপাদান থাকলেই সেই ঘটনাকে সংবাদ আকারে উপস্থাপন করা হয়।

The Complete Reporter গ্রন্থে সংবাদের কিছু উপাদানের কথা উল্লেখ করা হয়েছে।2 গ্রন্থ: The Complete Reporter: Fundamentals of News Gathering, Writing, and Editing; লেখক: Kelly Leiter, Julian Harriss, Stanley Johnson; যথা –

 

১. দ্বন্দ্ব – Conflict

দ্বন্দ্ব তথা সংঘাত-সংঘর্ষ, যুদ্ধ-বিগ্রহ, নৈরাজ্য-কলহ এসব সংবাদের গুরুত্বপূর্ণ একটি উপাদান। গণমাধ্যমে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দ্বন্দ্বের সংবাদ থাকে। একদিকে দর্শক-পাঠকদের উত্তেজনা, অপরদিকে দ্বন্দ্বের ফলাফল ভেবে তাদের উদ্বেগ এধরনের ঘটনার সংবাদে ভিন্ন মাত্রা দেয়। যেমন –

“রাশিয়ায় ঢুকে গুলি চালাল ইউক্রেনের বাহিনী”,

“আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা, পঞ্চগড়ে উত্তেজনা থামছে না”,

“থানচিতে জঙ্গি ও পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে র‍্যাবের গুলিবিনিময়”

এই সংবাদগুলোর মূল উপাদান দ্বন্দ্ব। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ববাজারে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে। আবার দেশের কোনো স্থানে দাঙ্গা-হাঙ্গামা হলেও তার প্রভাব জনজীবনে পড়ে। তাই দ্বন্দ্ব সর্বদাই গুরুত্বপূর্ণ সংবাদ।

 

২. অগ্রগতি – Progress

অগ্রগতি বা সাফল্য সংবাদের শক্তিশালী একটি উপাদান। জীবনযুদ্ধে সবাই চায় সাফল্য, চায় অগ্রগতি। কিন্তু সবার ভাগ্যে সর্বদা তা জোটে না! যাদের ভাগ্যে জোটে, তাদের নিয়ে হয় সংবাদ। যেমন –

“শান্তিতে নোবেল পেলেন ড. ইউনুস”

“মানব উন্নয়ন সূচকে চার ধাপ এগোল বাংলাদেশ”

“করোনার নতুন টিকা আবিষ্কার মার্কিন বিজ্ঞানীদের”

ব্যক্তি বিশেষের অর্জনেও কখনো কখনো জনসাধারণ স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাষ্ট্রীয় উন্নয়ন-অগ্রগতিও জনগণের বহুল কাঙ্ক্ষিত প্রত্যাশা। ফলে এধরনের ঘটনা প্রায়শই সংবাদে পরিণত হয়। 

 

৩. দুর্যোগ – Disaster

মানবজাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস। কিন্তু তারা সুখে-শান্তিতে নির্ঝঞ্ঝাটভাবে বাঁচতে চায়। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা মানুষের এই আকাঙ্ক্ষায় বিঘ্ন ঘটায়। তাদের সতর্ক, অবগত করতে এসব ঘটনাও সংবাদ হিসেবে উপস্থাপিত হয়। যেমন –

“তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৫০ হাজার”

“বিশ্বব্যাপী আসন্ন খাদ্য-সার সংকট, শঙ্কা বাংলাদেশেও”

“ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ৩৬ জনের মৃত্যু”

 

৪. পরিণতি – Consequence

একটি ঘটনা আরেকটি কিংবা অনেকগুলো ঘটনার জন্ম দেয়। এমন কিছু ঘটনা থাকে, যেগুলোর পরিণতি বা ধারাবাহিকতা থাকে, যেগুলোর ফলাফল জনগণকে ভোগ করতে হয়। যেমন:

“বিদ্যুতের দাম আবার বাড়ছে”

“অস্ট্রেলিয়ায় দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ”

“রাঙামাটিতে চলছে ৩২ ঘণ্টার হরতাল, যান চলাচলে বাধা”

এসব ঘটনার পরিণতিতে জনজীবনে নেমে আসে স্থবিরতা, রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। তাই এধরনের ঘটনা সংবাদ হওয়ার জোড় দাবি রাখে।

 

৫. তাৎপর্য – Prominence

ঘটনার পিছনেও ঘটনা থাকে, সেসব ঘটনার থাকে বিশেষ তাৎপর্য বা গুরুত্ব। সাধারণ জনগণের পক্ষে সেসব জানা সম্ভব হয় না কিন্তু তারা অধীর আগ্রহে জানতে চায়। এমন সব ঘটনা নিয়েও সংবাদ হয়। যেমন:

“রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নতুন সমীকরণ”

“দুটি দায়ে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব”

“যেসব অর্থনৈতিক কারণে পদত্যাগে বাধ্য হলেন লিজ ট্রাস”

 

৬. অস্বাভাবিকতা – Novelty

অস্বাভাবিক বা অভিনব কোনো ঘটনা যা স্থিতাবস্থার বিঘ্ন ঘটায়, সেগুলোও সংবাদ হয়। যেমন –

“৮,৪৩৫ মাইল উড়ে পাখির বিশ্বরেকর্ড”

“গিনেস বুকে ১২ বার নাম লিখিয়েছেন মাগুরার মাহমুদুল”

“১০০ কোটিতে বিক্রি হবে ক্যাটরিনা-ভিকির বিয়ের ভিডিও”

সাধারণত বিয়ের ভিডিও স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হয়, বিক্রির জন্য নয়। অভিনব কিছু করে গিনেস বুকে একবার নাম লেখানোও কষ্টসাধ্য। বিশেষ জাতের পাখি গড়ে একটানা সাড়ে সাত হাজার মাইল উড়তে পারে, সেখানে প্রায় সাড়ে আট হাজার মাইল উড়া ব্যতিক্রমী ঘটনা। অস্বাভাবিক, অভিনব, বৈচিত্র্যময় বা ব্যতিক্রমী এমন ঘটনাও সংবাদপত্রে স্থান পায়।

 

৭. আগ্রহ – Interest

মানুষের আগ্রহ বা কৌতূহলের পরিধি সীমাহীন। তাদের এই অপার আগ্রহ মেটানোই গণমাধ্যমের অন্যতম উদ্দেশ্য। তাই দর্শক-পাঠকের আগ্রহ বিবেচনায় বিভিন্ন ঘটনা সংবাদ হিসেবে উপস্থাপন করা হয়। যেমন –

“সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইয়োগা”

“কানিজের মেজর হওয়ার পথে বাধা হতে পারেনি হুইলচেয়ার”

“১৮ বছর পর্যন্ত লিখতে-পড়তে পারতেন না, এখন কেমব্রিজের অধ্যাপক”

কোনো ব্যক্তির অধ্যাপক বা মেজর হওয়া কিংবা ভিনদেশি বিশ্ববিদ্যালয়ে ইয়োগা চালু হওয়াতে বাংলাদেশের জনগণের সামগ্রিক কোন স্বার্থ হাসিল হয় না। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা জয় করে তাদের এসব অর্জন জনসাধারণের জন্য অনুপ্রেরণা। আবার ধর্মীয় কারণে সৌদি আরবের ঘটনাবলি নিয়ে আমাদের অধিকাংশের বেশ আগ্রহ আছে, তাই সেখানকার ঘটনাও সংবাদ হতে পারে।

 

৮. সময়োপযোগীতা – Timeliness

সংবাদের ক্ষেত্রে সময়োপযোগীতা বা তাৎক্ষণিকতা খুবই গুরুত্বপূর্ণ। সংবাদকে পচনশীল পণ্য হিসেবে অভিহিত করা হয়। সময়ের সাথে সংবাদের গুরুত্ব কমে যায়, তাৎক্ষনিকভাবে উপস্থাপন করা না হলে সংবাদের মূল্য থাকে না। 

এজন্য টেলিভিশন, অনলাইন পোর্টাল কিংবা সোশ্যাল নিউজ পেইজগুলোতে “সর্বশেষ”, “এই মাত্র পাওয়া” ইত্যাদি শিরোনামে তাৎক্ষনিক সংবাদ প্রচার করা হয়। ছাপা পত্রিকায় গতকালের ঘটনাগুলো নিয়ে সংবাদ হয়, কয়েকদিন আগের সংবাদ ছাপা হয় না, হলেও সেগুলো থাকে ভিতরের পাতায় ছোট্ট করে এক কোণায়। যেমন –

“ইমরান খানকে গ্রেপ্তারে বাসভবনে পুলিশ”

“চবিতে ছাত্রলীগের তিন উপপক্ষের সংঘর্ষ চলছে”

“সীতাকুণ্ডে অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬”

প্রথম সংবাদটি যদি আমরা বিবেচনায় নেই – সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় অনেকে হতাহত হয়েছে। সংবাদটি তৎক্ষণাৎ প্রচারিত হলে স্বজনেরা তাদের আত্মীয়দের খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আশপাশের লোকজন তাদের সাহায্যার্থে এগিয়ে আসবে। কিন্তু সংবাদটি কয়েকদিন পর ছাপানো হলে এর কোনো মূল্যই থাকবে না।

 

৯. নৈকট্য – Proximity

নৈকট্য সংবাদের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ধরুন, একই সময়ে কানাডায় এবং বাংলাদেশে দুটি সড়ক দুর্ঘটনা ঘটলো। বাংলাদেশের গণমাধ্যমে বাংলাদেশের দুর্ঘটনায় কতজন আহত বা নিহত হয়েছে, কেন ও কিভাবে ঘটেছে, সেসব নিয়েই ফলাও করে সংবাদ প্রচার করবে, কানাডার ঘটনা নিয়ে তেমন প্রতিবেদন হবে না।

কারণ বাংলাদেশের মানুষ তখন বাংলাদেশের খবর জানতেই উদগ্রীব, কানাডার ঘটনা জানার আগ্রহ তাদের থাকবে নেই। আবার কানাডার দুর্ঘটনায় যদি কোনো বাংলাদেশী আহত বা নিহত হয়, তা গুরুত্বসহকারে প্রচার করা হবে। কারণ বাংলাদেশে সেই ব্যক্তিদের পরিবার, বন্ধু, পরিচিতজনরা ঘটনার বিস্তারিত জানতে আগ্রহী। তাই ভৌগলিক এবং মনস্তাত্ত্বিক নৈকট্য সংবাদের বিশেষ উপাদান। যেমন –

“কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত”

“সীতাকুণ্ডে অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬”

“বায়ুদূষণে বাংলাদেশে বছরে মারা যায় ৮০ হাজার মানুষ: বিশ্বব্যাংক”

প্রথম ঘটনাটি কানাডায় হওয়ার পরও মনস্তাত্ত্বিক নৈকট্য তথা ভুক্তভোগীরা বাংলাদেশী বলে দেশের গণমাধ্যমে সংবাদটি প্রচারিত হয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও কারখানায় বিস্ফোরণ বা বায়ুদূষণের ঘটনা ঘটে, কিন্তু ভৌগলিক নৈকট্যের জন্য দেশীয় গণমাধ্যমে বাংলাদেশের সংবাদই প্রাধান্য পাচ্ছে।

 

১০. যৌনতা – Sex

যৌনতা মানুষের সহজাত প্রবৃত্তি, জীবনের প্রধানতম চালিকাশক্তি। যৌনতা, কেলেঙ্কারি, প্রেম, বিবাহ, বিচ্ছেদ এসব নিয়ে জানতে পাঠক-দর্শকের কৌতূহলের কমতি নেই। এসব ঘটনাকে উপজীব্য করে তাই আহরহই সংবাদ প্রকাশিত হয়। যেমন –

“সাত বছর প্রেমের পর গাঁটছড়া বেঁধেছিলেন বিল-মেলিন্ডা” 

“প্রেমিকের সঙ্গে পালালেন বউ, প্রতিশোধে ওই প্রেমিকের স্ত্রীকে বিয়ে”

“গোয়েন্দা’ নিয়োগ দিয়ে পিকের প্রতারণার প্রমাণ বের করেছেন শাকিরা”

 

১১. জীবজন্তু – Animals

আদিম কাল থেকেই অন্যান্য প্রাণীর সাথে মানুষের বন্ধন রয়েছে। চাষাবাদের কাজে কিংবা শখের বশে অনেক জীবজন্তুকেই গৃহপালিত প্রাণী হিসেবে মানুষ নিজেদের সাথে রাখে। অন্যান্য প্রাণী দেখতে-জানতেও মানুষের আগ্রহের কমতি নেই। তাই গড়ে উঠেছে চিড়িয়াখানা, সাফারিপার্ক। এজন্য প্রাণীকুল নিয়েও সংবাদ উপস্থাপিত হয়। যেমন –

“চট্টগ্রামে আবারও বন্য হাতির মৃত্যু”

“যমুনায় জালে ধরা পড়ল ২০ কেজির শুশুক”

“বিশ্বের সবচেয়ে বেশি বয়সী কুকুরের ‘অলৌকিক’ জীবনকাহিনি”

 

এছাড়াও, সাংবাদিক-গবেষকগণ আরও কিছু উপাদান চিহ্নিত করেছেন, কোনো ঘটনায় যেগুলোর অস্তিত্ব থাকলে তা নিয়ে সংবাদ প্রতিবেদন হতে পারে। সেগুলো হচ্ছে –

 

১২. অর্থ – Money

পুঁজিবাদী সমাজ বা রাষ্ট্র ব্যবস্থার প্রধানতম চালিকাশক্তি অর্থ তথা টাকা, সম্পদ এবং ব্যাংক, বিমা, শেয়ার বাজারের মত আর্থিক প্রতিষ্ঠান। শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র সহ সকল চাহিদা পূরণে প্রয়োজন অর্থ। তাই এসংক্রান্ত ঘটনাগুলো নিয়মিতই সংবাদ হয়। যেমন –

“বৈশ্বিক শেয়ার ও তেলের বাজার আবার ঊর্ধ্বমুখী”

“শীর্ষ ধনীর তালিকায় ২৪–এ নেমে গেলেন আদানি”

“বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০৮ কোটি টাকা চুরি”

 

১৩. মানবিক আবেগ, আবেদন – Human Emotion, Appeal

প্রতিনিয়ত এমন অনেক ঘটনাই ঘটে, যেগুলো সাধারণত বৃহত্তর সমাজে বিশেষ প্রভাব ফেলে না, কিন্তু আমাদের আবেগ-অনুভূতি স্পর্শ করে যায়। এমন সব ঘটনাও সংবাদের উপাদান। যেমন –

“ধ্বংসস্তূপের নিচ থেকে নবজাতক উদ্ধার”

“ক্যানসার যোদ্ধা চবি শিক্ষার্থী সাইমুম ইফতেখারের মৃত্যু”

“মানবেতর জীবন-যাপন করছেন সড়ক দুর্ঘটনায় পঙ্গু মধু বেপারি”  

 এগুলো আগ্রহোদ্দীপক, তাৎক্ষনিক বা স্থিতাবস্থা বিঘ্নকারী ঘটনা না হওয়া সত্ত্বেও মানবিক আবেদনের কারণে সংবাদ হয়ে থাকে।

 

১৪. প্রতিদ্বন্দ্বিতা – Competition

কোনো ঘটনায় প্রতিদ্বন্দ্বিতা থাকলে বিষয়টি সংবাদ হওয়ার সম্ভাবনা থাকে।3 গ্রন্থ: সাংবাদিকতা; লেখক: আর রাজী; প্রকাশনী: ভাষাচিত্র; প্রকাশকাল: মে, ২০১৬ যেমন –

“প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ”

“অস্কার মনোনয়ন দৌড়ে গাজী রাকায়েতের দ্য গ্রেভ”

“বিজয়ের মাসে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ জয়”

পরীক্ষার ফলাফল, খেলাধুলা, প্রতিযোগিতার মত বিষয়গুলো জানতে মানুষ সর্বদা উদগ্রীব থাকে। তাই এসব ঘটনা সংবাদ হিসেবে গণমাধ্যমে বিশেষ স্থান করে নেয়।

 

১৫. অপরাধ – Crime

“Bad news is good news. Good news is no news.” অর্থাৎ খারাপ সংবাদই উপযুক্ত সংবাদ, ভাল সংবাদের মূল্য নেই। নিষিদ্ধ জিনিসের প্রতি স্বভাবতই মানুষের আগ্রহ বেশি। তারা অপরাধ বিষয়ক সংবাদ জানতে মুখিয়ে থাকে। তাই আইন, প্রথা বা নৈতিকভাবে নিষিদ্ধ ঘটনা সংবাদের অন্যতম মুখ্য উপাদান। যেমন –

“সম্পত্তির লোভে মুক্তিযোদ্ধা বাবাকে হত্যা করেন ছেলে”

“কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে সক্রিয় ১১ সশস্ত্র গোষ্ঠী”

“গ্রিল–তালা কেটে কয়েক মিনিটে চুরি করে জ্যাক–জামাল জুটি”

 

১৬. প্রসিদ্ধি – Fame

কুকুর মানুষকে কামড়ালে সাধারণত তা সংবাদ নয়। কিন্তু কুকুর যদি প্রধানমন্ত্রীকে কামড়ে দেয়? তখন তা গুরুত্বপূর্ণ সংবাদ। বিখ্যাত বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ঘটে যাওয়া কিংবা তাদের নিত্যনৈমিত্তিক কাজকর্মও তাদের জনপ্রিয়তার কারণে সংবাদে রূপান্তরিত হয়। যেমন:

“প্রধানমন্ত্রীর শাড়ির রং নিয়ে সংসদে আলোচনা”

“বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি হলেন দীঘি”

“মুকেশ আম্বানির ড্রাইভারের বেতন শীর্ষ কোম্পানির নির্বাহীর চেয়েও বেশি!”

 বিশ্ববিদ্যালয়ে ভর্তি, শাড়ির রং কিংবা ড্রাইভারের বেতন তেমন গুরুত্বপূর্ণ বিষয় না হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রসিদ্ধি, জনপ্রিয়তার কারণে এসব সাধারণ ঘটনাও সংবাদ হিসেবে স্থান করে নিয়েছে।

 

সংবাদের পরিধি ব্যাপক। উপরিউক্ত বিষয়গুলো সংবাদের বহুল আলোচিত উপাদান। এছাড়াও, সংখ্যা, আকার, ব্যাপ্তি, লিঙ্গ, রহস্য, রসবোধ, ইতিহাস, চরম বা পরম মাত্রা ইত্যাদি ক্ষেত্রবিশেষে সংবাদের উপাদান হতে পারে। কোন ঘটনায় এসব উপাদানের অস্তিত্ব পেলে তা নিয়ে নির্দ্বিধায় সংবাদ করা যায়।

 

সংবাদ মূল্য বনাম সংবাদের উপাদান

সংবাদ মূল্য বা সংবাদ মূল্য নির্ধারক শর্তাবলির সাথে প্রায়ই সংবাদের উপাদানকে গুলিয়ে ফেলা হয়। সংবাদ মূল্য নির্ধারক বিষয়াবলিও সংবাদের উপাদান হওয়ায় এমনটি ঘটে থাকে।

প্রকৃতপক্ষে, উপাদান একটি ঘটনাকে সংবাদযোগ্য করে তোলে। কিন্তু “সংবাদ-উপাদান কোনো অবস্থাতেই সংবাদের মূল্য নির্ধারণ করে না তবে একটি ঘটনায় সংবাদ-উপাদানের সংখ্যাধিক্য সংবাদটির গুরুত্ব বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে।”4গ্রন্থ: সাংবাদিকতা; লেখক: আর রাজী; প্রকাশনী: ভাষাচিত্র; প্রকাশকাল: মে, ২০১৬

মূলত, সংবাদ মূল্য সংবাদের প্রকাশযোগ্যতা নির্ধারণ করে। একটি সংবাদ প্রকাশিত বা উপস্থাপিত হবে কি না, তা নির্ধারণ করা হয় সংবাদটির মূল্য বিচার-বিশ্লেষণের মাধ্যমে। পক্ষান্তরে সংবাদের উপাদান হচ্ছে সংবাদের খোরাক, যা একটি ঘটনা প্রাথমিকভাবে সংবাদযোগ্য ঘটনা বলে বিবেচিত হবে কি না, তা নির্ধারণ করে।

মানদণ্ডের বিচারে, উপাদান হচ্ছে সংবাদের প্রাথমিক মানদণ্ড, যা একজন সাংবাদিককে বিভিন্ন ঘটনা থেকে সংবাদযোগ্য ঘটনাগুলো খুঁজে পেতে সহায়তা করে। তারপর, নির্বাচিত সেসব ঘটনা থেকে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বেঁছে নিয়ে প্রয়োজন অনুসারে সংবাদ বিবরণী সাজাতে সাংবাদিককে সহায়তা করে সংবাদ মূল্য।

পরবর্তী ধাপে, সম্পাদক ও উপ-সম্পাদকগণ সময়োপযোগিতা, নৈকট্য, গুরুত্ব এবং আকার যাচাই-বাছাই করে সংবাদটির মূল্যমান নির্ধারণ করেন। এই মানদণ্ডে উত্তীর্ণ হলেই সংবাদটি প্রকাশ করা হয়। একটি সংবাদ পত্রিকার কোন পাতার কোন স্থানে কিংবা টেলিভিশনের সংবাদ অনুষ্ঠানের কোন অংশে প্রচারিত হবে, তাও নির্ধারণ করে সংবাদ মূল্য।

 

তথ্যসূত্র - References

  • 1
    লেখক: John B. Bogart; উদ্ধৃতি: “When a dog bites a man that is not news, because it happens so often. But when a man bites a dog that is news.”
  • 2
    গ্রন্থ: The Complete Reporter: Fundamentals of News Gathering, Writing, and Editing; লেখক: Kelly Leiter, Julian Harriss, Stanley Johnson;
  • 3
    গ্রন্থ: সাংবাদিকতা; লেখক: আর রাজী; প্রকাশনী: ভাষাচিত্র; প্রকাশকাল: মে, ২০১৬
  • 4
    গ্রন্থ: সাংবাদিকতা; লেখক: আর রাজী; প্রকাশনী: ভাষাচিত্র; প্রকাশকাল: মে, ২০১৬
নিবন্ধটি প্রচার করুন:

⚠️ Copying, Republishing, or Using any content outside of our website (learneraacademy.com), whether for personal, commercial, or educational purpose, is extremely prohibited without prior permission of Learnera Academy. You may share the direct link of pages on social media and through email or other digital media.

This article is written in the Bengali language. References from various sources are mentioned in the reference section (তথ্যসূত্র). Media files are credited in the caption section. If you have any concerns, please get in touch with us at contact@learneraacademy.com

যোগাযোগ, সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক নিয়ে
আপনার সেরা লেখাগুলো প্রকাশ করুন!

গণমাধ্যম সাক্ষরতা ও নয়া মাধ্যমে সচেতনতা তৈরিতে আমাদের এই অগ্রযাত্রার সঙ্গী হোন আপনিও। যোগাযোগ, সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক সম্পর্কিত আপনার লেখাগুলো আজই পাঠিয়ে দিন, নির্বাচিত লেখাগুলো সম্মানীসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Join As A Content Writer - Learnera Academy
Join As A Content Writer - Learnera Academy
যোগাযোগ, সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক নিয়ে আপনার সেরা লেখাগুলো প্রকাশ করুন!

গণমাধ্যম সাক্ষরতা ও নয়া মাধ্যমে সচেতনতা তৈরিতে আমাদের এই অগ্রযাত্রার সঙ্গী হোন আপনিও। যোগাযোগ, সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক সম্পর্কিত আপনার লেখাগুলো আজই পাঠিয়ে দিন, নির্বাচিত লেখাগুলো সম্মানীসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রাসঙ্গিক নিবন্ধ

হলুদ সাংবাদিকতা: কমিকের পাতা থেকে উঠে আসা সাংবাদিকতার অসুস্থ ধারা

ধরুন, একটি সংবাদমাধ্যমে একটি চাঞ্চল্যকর শিরোনাম প্রকাশিত হয়েছে যা হলো: “বিখ্যাত অভিনেত্রীর গোপন বিবাহ!” শিরোনামটি পাঠকদের মনে কৌতূহল জাগায় এবং সংবাদ পড়তে আগ্রহ সৃষ্টি করে।

ফিচার ইমেজ: ক্রীড়া সাংবাদিকতার সাত-সতেরো

ক্রীড়া সাংবাদিকতার সাত-সতেরো

বর্তমান পৃথিবীতে খেলাধূলা মানুষের বিনোদনের এক প্রধান মাধ্যম হয়ে উঠেছে। আর গণমানুষের কাছে খেলাধূলাকে বিনোদনের মাধ্যম হিসেবে উপভোগ্য করে উপস্থাপন করে চলেছে ক্রীড়া সাংবাদিকগণ। অর্থাৎ

ফিচার ইমেজ: বাংলাদেশের তথ্য অধিকার আইন, ২০০৯

তথ্য অধিকার আইন, ২০০৯

২০০৯ সালের ২৯ মার্চ নবম জাতীয় সংসদের ১ম অধিবেশনে সর্বসম্মতিক্রমে ‘তথ্য অধিকার আইন বিল ২০০৯’ পাস হয়। ৫ এপ্রিল সেই বিলে রাষ্ট্রপতি সম্মতি দিলে ৬ এপ্রিল আইনটি গেজেট আকারে প্রকাশিত হয়।

ফিচার ইমেজ: শ্রবণ প্রক্রিয়ার প্রাথমিক ধারণা এবং ধাপসমূহ

শ্রবণ প্রক্রিয়া: প্রাথমিক ধারণা এবং ধাপসমূহ

যোগাযোগের দৃষ্টিকোণ থেকে শ্রবণ একটি প্রক্রিয়া এবং বাচনিক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সকল ধরণের যোগাযোগেই শ্রবণের প্রয়োজন হয়। কার্যকর শ্রবণ ব্যতিত যোগাযোগ কখনোই ফলপ্রসূ হয় না।

ফিচার ইমেজ: আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং তা গঠনের ধাপসমূহ

আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং তা গঠনের ধাপসমূহ

সহপাঠীদের মধ্যকার সাধারণ সম্পর্কের বাহিরে দুয়েকজন সহপাঠীর সাথে আপনার এই যে ঘনিষ্ঠ সম্পর্ক, যোগাযোগের দৃষ্টিকোণ থেকে তাই আন্তঃব্যক্তিক সম্পর্ক বা Interpersonal Relations।

ফিচার ইমেজ: কেস স্টাডি, অনুসন্ধানমূলক গবেষণার জনপ্রিয় পদ্ধতি

কেস স্টাডি: অনুসন্ধানমূলক গবেষণার জনপ্রিয় পদ্ধতি

গভীর অনুসন্ধানের মাধ্যমে বিষয়বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ এবং কারণ উদ্ঘাটনের প্রয়োজন হলে গবেষকগণ কেস স্টাডি করেন, যেখানে দু’য়েকটি ঘটনার খুঁটিনাটি জেনে বৃহৎ কোনো ঘটনা সামগ্রিকভাবে জানার চেষ্টা করা হয়।

ফিচার ইমেজ: গণমাধ্যম গবেষণায় আধেয় বিশ্লেষণ পদ্ধতি

আধেয় বিশ্লেষণ: গণমাধ্যম গবেষণায় অত্যাবশ্যকীয় পদ্ধতি

১৯৭১ থেকে ১৯৯৫ সালে সাংবাদিকতা বিষয়ক জার্নালসমূহে প্রকাশিত গবেষণাপত্রের প্রায় ২৫% ছিল আধেয় বিশ্লেষণ-ভিত্তিক, যা ১৯৯৫ থেকে ১৯৯৯ সালের মাঝে সাংবাদিকতা বিষয়ক গবেষণার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হয়ে ওঠে।

ফিচার ইমেজ: গবেষণা নকশা প্রণয়ন

গবেষণা নকশা: পরিপূর্ণ গবেষণার রূপরেখা প্রণয়ন

যেকোনো কাজ সফলভাবে সম্পন্ন করার প্রাথমিক ধাপ হচ্ছে নকশা বা পরিকল্পনা প্রণয়ন। গবেষণাও এর ব্যতিক্রম নয়। বরং, নকশা প্রণয়নের মাধ্যমে সূচনাতেই গবেষণার সামগ্রিক প্রতিচ্ছবি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

যোগাযোগ, সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক সম্পর্কিত
আপনার প্রয়োজনীয় নিবন্ধ প্রকাশের অনুরোধ করুন!

গণমাধ্যম সাক্ষরতা তৈরি ও নয়া মাধ্যমকে সকলের নিকট বোধগম্য করে তুলতে আমাদের এই প্রচেষ্টা। যোগাযোগ, সাংবাদিকতা, গণমাধ্যম ও ফ্যাক্ট চেক বিষয়ক যেকোনো তথ্য ও নিবন্ধ প্রয়োজন হলে আমাদের জানান। আপনার অনুরোধকৃত বিষয়ে আমরা মানসম্পন্ন নিবন্ধ প্রকাশ করবো।

Request For Article - Learnera Academy
Request For Article - Learnera Academy
যোগাযোগ, সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক সম্পর্কিত আপনার প্রয়োজনীয় নিবন্ধ প্রকাশের অনুরোধ করুন!

গণমাধ্যম সাক্ষরতা তৈরি ও নয়া মাধ্যমকে সকলের নিকট বোধগম্য করে তুলতে আমাদের এই প্রচেষ্টা। যোগাযোগ, সাংবাদিকতা, গণমাধ্যম ও ফ্যাক্ট চেক বিষয়ক যেকোনো তথ্য ও নিবন্ধ প্রয়োজন হলে আমাদের জানান। আপনার অনুরোধকৃত বিষয়ে আমরা মানসম্পন্ন নিবন্ধ প্রকাশ করবো।

Scroll to Top
Learnera Academy Logo