স্রোতের সাথে তাল মিলাতে সাংবাদিকদের সব খবর সবার আগে দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দিতে হয়। কিন্তু সংবাদ প্রকাশের পূর্বে নিশ্চিত করতে হয় যথার্থতা, নির্ভুলতা, উপস্থাপনার ধরণ ইত্যাদি।
এজন্য সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের মাঝের স্বল্প সময়ে সম্পাদক ও সাংবাদিক পারস্পারিক আলোচনা করেন, সম্পাদকের নির্দেশনা অনুসারে সাংবাদিক সংবাদকে সাজিয়ে তোলেন, সম্পাদকও নিয়ম-নীতি অনুযায়ী সংযোজন-বিয়োজন করেন। দ্রুততার জন্য এসময় কিছু শব্দ সংক্ষেপ বা বিশেষ অর্থবাচক শব্দ ব্যবহার করা হয়। সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট অর্থবাচক এসব বিশেষ শব্দাবলিই পরিভাষা।
সাংবাদিকতার পরিভাষা
সাংবাদিকতার দুনিয়ায় পরিভাষার ব্যবহার বেশ অহরহ হয়। পেশাজীবী ও দক্ষ সাংবাদিকদের এসব পরিভাষা জানা আবশ্যিক। সাংবাদিকতায় প্রায় হাজারোর্ধ্ব পরিভাষার ব্যবহার আছে। আবার প্রিন্ট, সম্প্রচার ও অনলাইন মাধ্যমের পরিভাষা ভিন্ন ভিন্ন।
এই নিবন্ধে অ থেকে ঔ পর্যন্ত বাংলা বর্ণানুক্রমিকভাবে বেশ কিছু পরিভাষা তুলে ধরা হয়েছে, যদিও সাধারণত এসব ইংরেজিতেই লেখা হয়।
অ – আ
অনুরণন – Resonance
দর্শকের প্রত্যাশার সঙ্গে মিল আছে এমন জীবন ঘনিষ্ঠ টেলিভিশনের অনুষ্ঠান দেখার পর দর্শকের অনুভূতি;
অফসেট প্রিন্টিং – Offset Printing
ছাপার পদ্ধতি, রাবারের রোলারের ওপরে প্লেটের প্রতিচ্ছবি নিয়ে তারপর কাগজে ছাপা হয়;
অফ দ্য রেকর্ড – Off the Record
অপ্রকাশযোগ্য বা প্রকাশ না করার অনুরোধ; যা বলা, দেখা গেলেও পেশাগত, নৈতিক কিংবা কোন কারণে সংবাদ আকারে প্রকাশ করা হয় না;
অপ-এড – Op-Ed
সম্পাদকীয় পৃষ্ঠার বিপরীত পৃষ্ঠা, যেখানে পাঠকের মতামত, খোলা চিঠি, ইত্যাদি ছাপা হয়;
অবিট – Obit
Obituary-এর সংক্ষেপ, শোক সংবাদ;
অ্যাড – Ad
Advertisement এর সংক্ষেপ, বিজ্ঞাপন;
অ্যাড – Add
মূল সংবাদের সঙ্গে বাড়তি কিছু সংযুক্ত করার জন্য কম্পোজিটর বা কম্পিউটার অপারেটরদের প্রতি নির্দেশ;
অ্যাডোব ফটোশপ – Adobe Photoshop
আলোকচিত্র বা ছবি সম্পাদনার জনপ্রিয় একটি সফটওয়্যার;
অ্যাডভান্স – Advance
ভবিষ্যতে ঘটতে পারে, এমন কিছু সম্পর্কে আগাম প্রতিবেদন;
অ্যাঙ্গেল – Angle
বিশেষ দৃষ্টিকোণ থেকে সংবাদ উপস্থাপন বা পরিবেশন;
অ্যানিমেশন – Animation
কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে তৈরি করা স্থিরচিত্রকে প্রাণবন্ত করে তোলা যায়;
অ্যাসাইনমেন্ট – Assignment
সাংবাদিক বা প্রতিবেদকে নির্দিষ্ট বিষয়ে প্রতিবেদন তৈরির দায়িত্ব দেয়া;
আপডেটিং – Updating
সংবাদ-প্রতিবেদন সম্পাদনার জন্য পাঠানোর পর তার সাথে প্রয়োজনে নতুন তথ্য যুক্ত করা;
ই – ঈ
ইউ.সি. – U.C.
Uppercase-এর সংক্ষেপ; বড় হাতের অক্ষর;
ইউ. পি. আই. – U. P. I.
United Press International-এর সংক্ষেপ; যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা;
ইটালিক – Italic
লেখাকে ডান দিকে হেলানো, বিশেষ কোন তথ্য বা অংশকে অন্যান্য অংশ থেকে অধিক দৃষ্টিগোচর করতে এই ধরণে লেখা হয়;
উ – ঊ
উইডো – Widow
অনুচ্ছেদের শেষ কিছু শব্দ বা বাক্যাংশ, যা পেইজ মেকআপের সময় সেই অনুচ্ছেদ থেকে বিচ্ছিন্ন হয়ে পরবর্তী কলামে চলে গিয়েছে;
এ – ঐ
এএফপি – AFP
Agence France Presse (এজেন্সি ফ্রান্স-প্রেস)-এর সংক্ষেপ; ফরাসি সংবাদ সংস্থা;
এপি – AP
Associated Press-এর সংক্ষেপ, মার্কিন সংবাদ সংস্থা;
এক্সক্লুসিভ – Exclusive
বিশেষ বা একান্ত সংবাদ, যা গুরুত্বপূর্ণ কিন্তু সকল গণমাধ্যমে তখনো প্রচার হয়নি;
এডিশন – Edition
সংস্করণ; স্থান, সময়, মাধ্যম ভেদে একই সংবাদ বা সংবাদপত্রের ভিন্ন মুদ্রণ বা ছাপা;
এমবার্গো – Embargo
সরকারি তথ্য-নির্দেশনা বা বিশেষ কোন সংবাদ নির্ধারিত সময়ের আগে প্রকাশ-প্রচার না করার বিধি-নির্দেশ;
এফ ওয়াই আই – FYI
‘For Your Information’ বাক্যের সংক্ষেপ, সংশ্লিষ্ট ব্যক্তির অবগতিতে জানানো;
এলসি – LC
Lowercase-এর সংক্ষেপ, ছোট হাতের অক্ষর;
ও – ঔ
ওভার-ডাব – Over-Dub
ভিন্নভাষী কারো বক্তব্য ব্যাকগ্রাউন্ডে রেখে দর্শকদের জন্য তাদের ভাষায় অনুবাদকৃত সাউন্ড শোনানো, এক্ষেত্রে মূল মূল সাউন্ড ব্যাকগ্রাউন্ডে নিচুস্বরে চলতে থাকে;
ওভার-ম্যাটার – Over-Matter
কাগজের পত্রিকায় কোন সংবাদের প্রয়োজনের অতিরিক্ত বর্ণনা বা বরাদ্দকৃত স্থানে সংকুলান না হওয়া;
ওভার-রান – Over-Run
কোন প্রতিবেদন তৈরিতে অতিরিক্ত সময় লাগছে;