Learnera Academy Logo
Search
Close this search box.

সাংবাদিকতার পরিভাষা: প্রথম পর্ব (অ – ঔ)

ফিচার ইমেজ: সাংবাদিকতার পরিভাষা - প্রথম পর্ব (অ - ঔ)
ফিচার ইমেজ: সাংবাদিকতার পরিভাষা - প্রথম পর্ব (অ - ঔ)

সূচিপত্র

স্রোতের সাথে তাল মিলাতে সাংবাদিকদের সব খবর সবার আগে দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দিতে হয়। কিন্তু সংবাদ প্রকাশের পূর্বে নিশ্চিত করতে হয় যথার্থতা, নির্ভুলতা, উপস্থাপনার ধরণ ইত্যাদি। 

এজন্য সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের মাঝের স্বল্প সময়ে সম্পাদক ও সাংবাদিক পারস্পারিক আলোচনা করেন, সম্পাদকের নির্দেশনা অনুসারে সাংবাদিক সংবাদকে সাজিয়ে তোলেন, সম্পাদকও নিয়ম-নীতি অনুযায়ী সংযোজন-বিয়োজন করেন। দ্রুততার জন্য এসময় কিছু শব্দ সংক্ষেপ বা বিশেষ অর্থবাচক শব্দ ব্যবহার করা হয়। সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট অর্থবাচক এসব বিশেষ শব্দাবলিই পরিভাষা।

 

সাংবাদিকতার পরিভাষা

সাংবাদিকতার দুনিয়ায় পরিভাষার ব্যবহার বেশ অহরহ হয়। পেশাজীবী ও দক্ষ সাংবাদিকদের এসব পরিভাষা জানা আবশ্যিক। সাংবাদিকতায় প্রায় হাজারোর্ধ্ব পরিভাষার ব্যবহার আছে। আবার প্রিন্ট, সম্প্রচার ও অনলাইন মাধ্যমের পরিভাষা ভিন্ন ভিন্ন।

এই নিবন্ধে অ থেকে ঔ পর্যন্ত বাংলা বর্ণানুক্রমিকভাবে বেশ কিছু পরিভাষা তুলে ধরা হয়েছে, যদিও সাধারণত এসব ইংরেজিতেই লেখা হয়।

 

অ – আ

অনুরণন – Resonance

দর্শকের প্রত্যাশার সঙ্গে মিল আছে এমন জীবন ঘনিষ্ঠ টেলিভিশনের অনুষ্ঠান দেখার পর দর্শকের অনুভূতি;

অফসেট প্রিন্টিং – Offset Printing

ছাপার পদ্ধতি, রাবারের রোলারের ওপরে প্লেটের প্রতিচ্ছবি নিয়ে তারপর কাগজে ছাপা হয়;

অফ দ্য রেকর্ড – Off the Record

অপ্রকাশযোগ্য বা প্রকাশ না করার অনুরোধ; যা বলা, দেখা গেলেও পেশাগত, নৈতিক কিংবা কোন কারণে সংবাদ আকারে প্রকাশ করা হয় না;

অপ-এড – Op-Ed

সম্পাদকীয় পৃষ্ঠার বিপরীত পৃষ্ঠা, যেখানে পাঠকের মতামত, খোলা চিঠি, ইত্যাদি ছাপা হয়;

অবিট – Obit

Obituary-এর সংক্ষেপ, শোক সংবাদ;

অ্যাড – Ad

Advertisement এর সংক্ষেপ, বিজ্ঞাপন;

অ্যাড – Add

মূল সংবাদের সঙ্গে বাড়তি কিছু সংযুক্ত করার জন্য কম্পোজিটর বা কম্পিউটার অপারেটরদের প্রতি নির্দেশ;

অ্যাডোব ফটোশপ – Adobe Photoshop

আলোকচিত্র বা ছবি সম্পাদনার জনপ্রিয় একটি সফটওয়্যার;

অ্যাডভান্স – Advance

ভবিষ্যতে ঘটতে পারে, এমন কিছু সম্পর্কে আগাম প্রতিবেদন;

অ্যাঙ্গেল – Angle

বিশেষ দৃষ্টিকোণ থেকে সংবাদ উপস্থাপন বা পরিবেশন;

অ্যানিমেশন – Animation

কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে তৈরি করা স্থিরচিত্রকে প্রাণবন্ত করে তোলা যায়;

অ্যাসাইনমেন্ট – Assignment

সাংবাদিক বা প্রতিবেদকে নির্দিষ্ট বিষয়ে প্রতিবেদন তৈরির দায়িত্ব দেয়া;

আপডেটিং – Updating

সংবাদ-প্রতিবেদন সম্পাদনার জন্য পাঠানোর পর তার সাথে প্রয়োজনে নতুন তথ্য যুক্ত করা;

 

ই – ঈ

ইউ.সি. – U.C.

Uppercase-এর সংক্ষেপ; বড় হাতের অক্ষর;

ইউ. পি. আই. – U. P. I.

United Press International-এর সংক্ষেপ; যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা;

ইটালিক – Italic

লেখাকে ডান দিকে হেলানো, বিশেষ কোন তথ্য বা অংশকে অন্যান্য অংশ থেকে অধিক দৃষ্টিগোচর করতে এই ধরণে লেখা হয়;

 

উ – ঊ

উইডো – Widow

অনুচ্ছেদের শেষ কিছু শব্দ বা বাক্যাংশ, যা পেইজ মেকআপের সময় সেই অনুচ্ছেদ থেকে বিচ্ছিন্ন হয়ে পরবর্তী কলামে চলে গিয়েছে;

 

এ – ঐ

এএফপি – AFP

Agence France Presse (এজেন্সি ফ্রান্স-প্রেস)-এর সংক্ষেপ; ফরাসি সংবাদ সংস্থা;

এপি – AP

Associated Press-এর সংক্ষেপ, মার্কিন সংবাদ সংস্থা;

এক্সক্লুসিভ – Exclusive

বিশেষ বা একান্ত সংবাদ, যা গুরুত্বপূর্ণ কিন্তু সকল গণমাধ্যমে তখনো প্রচার হয়নি;

এডিশন – Edition

সংস্করণ; স্থান, সময়, মাধ্যম ভেদে একই সংবাদ বা সংবাদপত্রের ভিন্ন মুদ্রণ বা ছাপা;

এমবার্গো – Embargo

সরকারি তথ্য-নির্দেশনা বা বিশেষ কোন সংবাদ নির্ধারিত সময়ের আগে প্রকাশ-প্রচার না করার বিধি-নির্দেশ;

এফ ওয়াই আই – FYI

‘For Your Information’ বাক্যের সংক্ষেপ, সংশ্লিষ্ট ব্যক্তির অবগতিতে জানানো;

এলসি – LC

Lowercase-এর সংক্ষেপ, ছোট হাতের অক্ষর;

ও – ঔ

ওভার-ডাব – Over-Dub

ভিন্নভাষী কারো বক্তব্য ব্যাকগ্রাউন্ডে রেখে দর্শকদের জন্য তাদের ভাষায় অনুবাদকৃত সাউন্ড শোনানো, এক্ষেত্রে মূল মূল সাউন্ড ব্যাকগ্রাউন্ডে নিচুস্বরে চলতে থাকে;

ওভার-ম্যাটার – Over-Matter

কাগজের পত্রিকায় কোন সংবাদের প্রয়োজনের অতিরিক্ত বর্ণনা বা বরাদ্দকৃত স্থানে সংকুলান না হওয়া;

ওভার-রান – Over-Run

কোন প্রতিবেদন তৈরিতে অতিরিক্ত সময় লাগছে;

নিবন্ধটি প্রচার করুন:

⚠️ Copying, Republishing, or Using any content outside of our website (learneraacademy.com), whether for personal, commercial, or educational purpose, is extremely prohibited without prior permission of Learnera Academy. You may share the direct link of pages on social media and through email or other digital media.

This article is written in the Bengali language. References from various sources are mentioned in the reference section (তথ্যসূত্র). Media files are credited in the caption section. If you have any concerns, please get in touch with us at contact@learneraacademy.com

যোগাযোগ, সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক নিয়ে
আপনার সেরা লেখাগুলো প্রকাশ করুন!

গণমাধ্যম সাক্ষরতা ও নয়া মাধ্যমে সচেতনতা তৈরিতে আমাদের এই অগ্রযাত্রার সঙ্গী হোন আপনিও। যোগাযোগ, সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক সম্পর্কিত আপনার লেখাগুলো আজই পাঠিয়ে দিন, নির্বাচিত লেখাগুলো সম্মানীসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Join As A Content Writer - Learnera Academy
Join As A Content Writer - Learnera Academy
যোগাযোগ, সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক নিয়ে আপনার সেরা লেখাগুলো প্রকাশ করুন!

গণমাধ্যম সাক্ষরতা ও নয়া মাধ্যমে সচেতনতা তৈরিতে আমাদের এই অগ্রযাত্রার সঙ্গী হোন আপনিও। যোগাযোগ, সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক সম্পর্কিত আপনার লেখাগুলো আজই পাঠিয়ে দিন, নির্বাচিত লেখাগুলো সম্মানীসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রাসঙ্গিক নিবন্ধ

হলুদ সাংবাদিকতা: কমিকের পাতা থেকে উঠে আসা সাংবাদিকতার অসুস্থ ধারা

ধরুন, একটি সংবাদমাধ্যমে একটি চাঞ্চল্যকর শিরোনাম প্রকাশিত হয়েছে যা হলো: “বিখ্যাত অভিনেত্রীর গোপন বিবাহ!” শিরোনামটি পাঠকদের মনে কৌতূহল জাগায় এবং সংবাদ পড়তে আগ্রহ সৃষ্টি করে।

ফিচার ইমেজ: ক্রীড়া সাংবাদিকতার সাত-সতেরো

ক্রীড়া সাংবাদিকতার সাত-সতেরো

বর্তমান পৃথিবীতে খেলাধূলা মানুষের বিনোদনের এক প্রধান মাধ্যম হয়ে উঠেছে। আর গণমানুষের কাছে খেলাধূলাকে বিনোদনের মাধ্যম হিসেবে উপভোগ্য করে উপস্থাপন করে চলেছে ক্রীড়া সাংবাদিকগণ। অর্থাৎ

ফিচার ইমেজ: বাংলাদেশের তথ্য অধিকার আইন, ২০০৯

তথ্য অধিকার আইন, ২০০৯

২০০৯ সালের ২৯ মার্চ নবম জাতীয় সংসদের ১ম অধিবেশনে সর্বসম্মতিক্রমে ‘তথ্য অধিকার আইন বিল ২০০৯’ পাস হয়। ৫ এপ্রিল সেই বিলে রাষ্ট্রপতি সম্মতি দিলে ৬ এপ্রিল আইনটি গেজেট আকারে প্রকাশিত হয়।

ফিচার ইমেজ: শ্রবণ প্রক্রিয়ার প্রাথমিক ধারণা এবং ধাপসমূহ

শ্রবণ প্রক্রিয়া: প্রাথমিক ধারণা এবং ধাপসমূহ

যোগাযোগের দৃষ্টিকোণ থেকে শ্রবণ একটি প্রক্রিয়া এবং বাচনিক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সকল ধরণের যোগাযোগেই শ্রবণের প্রয়োজন হয়। কার্যকর শ্রবণ ব্যতিত যোগাযোগ কখনোই ফলপ্রসূ হয় না।

ফিচার ইমেজ: আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং তা গঠনের ধাপসমূহ

আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং তা গঠনের ধাপসমূহ

সহপাঠীদের মধ্যকার সাধারণ সম্পর্কের বাহিরে দুয়েকজন সহপাঠীর সাথে আপনার এই যে ঘনিষ্ঠ সম্পর্ক, যোগাযোগের দৃষ্টিকোণ থেকে তাই আন্তঃব্যক্তিক সম্পর্ক বা Interpersonal Relations।

ফিচার ইমেজ: কেস স্টাডি, অনুসন্ধানমূলক গবেষণার জনপ্রিয় পদ্ধতি

কেস স্টাডি: অনুসন্ধানমূলক গবেষণার জনপ্রিয় পদ্ধতি

গভীর অনুসন্ধানের মাধ্যমে বিষয়বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ এবং কারণ উদ্ঘাটনের প্রয়োজন হলে গবেষকগণ কেস স্টাডি করেন, যেখানে দু’য়েকটি ঘটনার খুঁটিনাটি জেনে বৃহৎ কোনো ঘটনা সামগ্রিকভাবে জানার চেষ্টা করা হয়।

ফিচার ইমেজ: গণমাধ্যম গবেষণায় আধেয় বিশ্লেষণ পদ্ধতি

আধেয় বিশ্লেষণ: গণমাধ্যম গবেষণায় অত্যাবশ্যকীয় পদ্ধতি

১৯৭১ থেকে ১৯৯৫ সালে সাংবাদিকতা বিষয়ক জার্নালসমূহে প্রকাশিত গবেষণাপত্রের প্রায় ২৫% ছিল আধেয় বিশ্লেষণ-ভিত্তিক, যা ১৯৯৫ থেকে ১৯৯৯ সালের মাঝে সাংবাদিকতা বিষয়ক গবেষণার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হয়ে ওঠে।

ফিচার ইমেজ: গবেষণা নকশা প্রণয়ন

গবেষণা নকশা: পরিপূর্ণ গবেষণার রূপরেখা প্রণয়ন

যেকোনো কাজ সফলভাবে সম্পন্ন করার প্রাথমিক ধাপ হচ্ছে নকশা বা পরিকল্পনা প্রণয়ন। গবেষণাও এর ব্যতিক্রম নয়। বরং, নকশা প্রণয়নের মাধ্যমে সূচনাতেই গবেষণার সামগ্রিক প্রতিচ্ছবি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

যোগাযোগ, সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক সম্পর্কিত
আপনার প্রয়োজনীয় নিবন্ধ প্রকাশের অনুরোধ করুন!

গণমাধ্যম সাক্ষরতা তৈরি ও নয়া মাধ্যমকে সকলের নিকট বোধগম্য করে তুলতে আমাদের এই প্রচেষ্টা। যোগাযোগ, সাংবাদিকতা, গণমাধ্যম ও ফ্যাক্ট চেক বিষয়ক যেকোনো তথ্য ও নিবন্ধ প্রয়োজন হলে আমাদের জানান। আপনার অনুরোধকৃত বিষয়ে আমরা মানসম্পন্ন নিবন্ধ প্রকাশ করবো।

Request For Article - Learnera Academy
Request For Article - Learnera Academy
যোগাযোগ, সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক সম্পর্কিত আপনার প্রয়োজনীয় নিবন্ধ প্রকাশের অনুরোধ করুন!

গণমাধ্যম সাক্ষরতা তৈরি ও নয়া মাধ্যমকে সকলের নিকট বোধগম্য করে তুলতে আমাদের এই প্রচেষ্টা। যোগাযোগ, সাংবাদিকতা, গণমাধ্যম ও ফ্যাক্ট চেক বিষয়ক যেকোনো তথ্য ও নিবন্ধ প্রয়োজন হলে আমাদের জানান। আপনার অনুরোধকৃত বিষয়ে আমরা মানসম্পন্ন নিবন্ধ প্রকাশ করবো।

Scroll to Top
Learnera Academy Logo