যোগাযোগ, সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক সম্পর্কিত আপনার সেরা লেখাগুলো প্রকাশ করুন!
নিবন্ধ লেখার নিয়মাবলি
Learnera Academy (লার্নেরা একাডেমি)-তে আপনাকে স্বাগতম! যোগাযোগ, সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ে আপনার সেরা লেখাগুলো আমাদের প্লাটফর্মে প্রকাশ করতে আপনার আগ্রহের জন্য আমরা কৃতজ্ঞ। আপনার লেখাগুলো নিবন্ধ আকারে সাজিয়ে জমা ও প্রকাশ করতে নিচের নিয়মাবলি পড়ুন এবং ফর্মটি পূরণ করুন।
বিষয়বস্তু নির্ধারণ
আমরা প্রধানত যোগাযোগ, গণমাধ্যম ও সাংবাদিকতা এবং ফ্যাক্ট চেক বিষয়ক নিবন্ধ প্রকাশ করে থাকি। প্রাসঙ্গিক অন্যান্য বিষয়েও নিবন্ধ প্রকাশ করা হয়। আপনি আপনার দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে এসব বিষয়ে আমাদের প্লাটফর্মে লেখা প্রকাশ করতে পারেন।
নিবন্ধ লিখন
১. আমাদের উদ্দেশ্য গনমানুষের মাঝে গণমাধ্যম স্বাক্ষরতা বৃদ্ধি করা। তাই উপরিউক্ত বিষয়গুলো সম্পর্কে গবেষণামূলক প্রবন্ধের চেয়ে নির্দিষ্ট একটি বিষয়ে সহজ-সরল ভাষায় ব্যাখ্যামূলক নিবন্ধ লিখুন।
২. নিবন্ধটি একাধিক সাব-টাইটেল বা উপশিরোনাম দিয়ে ছোট ছোট অনুচ্ছেদে বিভক্ত করে লিখুন।
৩. গুরুগম্ভীর ভাষায় না লিখে প্রাসঙ্গিক বিখ্যাত উক্তি, সাম্প্রতিক উদাহরণ সহ এমন আকর্ষণীয় ভঙ্গিতে লিখুন, যাতে পাঠক আগ্রহের সাথে সম্পূর্ণ নিবন্ধটি পড়ে।
৪. সাধারণ পাঠকদের বিষয়বস্তু যথাযথভাবে বুঝানোর স্বার্থে এবং প্রযুক্তিগত ও অন্যান্য নীতিমালার কারণে নিবন্ধটি অবশ্যই কমপক্ষে ১৫০০ থেকে ২০০০ শব্দে লিখতে হবে।
৫. মূল বিষয়বস্তু সম্পর্কেই সম্পূর্ণ নিবন্ধ জুড়ে আলোচনা করুন এবং প্রাসঙ্গিক বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে হলেও তা সংক্ষিপ্ত রাখুন।
তথ্যসূত্র লিখন
১. নিবন্ধের প্রতিটি উদ্ধৃতি, উক্তি এবং অন্যান্য তথ্যের অবশ্যই যথাযথ তথ্যসূত্র (Reference) উল্লেখ করতে হবে।
২. গ্রহণযোগ্য বই ও গবেষণাপত্র, প্রতিষ্ঠিত পত্রিকা ও ম্যাগাজিন এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের প্রকাশিত ডকুমেন্টারি ও অন্যান্য প্রকাশনা তথ্যসূত্র হিসেবে ব্যবহার করুন
৩. যেকোনো অনুবাদকৃত বই, গবেষণাপত্র ও উদ্ধৃতি সরাসরি উল্লেখ না করে মূল কপি থেকে সেই অংশটি পুনরায় অনুবাদ করুন এবং মূল ভাষার অংশসহ তা তথ্যসূত্র হিসেবে উল্লেখ করুন।
৪. কোনো বই ও গবেষণাপত্রে অন্য কোনো বই ও গবেষণাপত্রের সরাসরি উদ্ধৃতি থাকলেও তা মূল বই বা গবেষণাপত্র থেকে যাচাই-বাছাইপূর্বক তথ্যসূত্র হিসেবে ব্যবহার করুন
৫. অনলাইন পোর্টাল, অপরিচিত ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট কখনোই তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যাবে না। (বিশেষ প্রয়োজনে করা যেতে পারে)
৬. উইকিপিডিয়াকে সরাসরি তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে, উইকিপিডিয়ায় দেয়া মূল তথ্যসূত্রটি যাচাই-বাছাই করে তা তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।
৭. উদ্ধৃতি, উক্তি বা তথ্য যতই পরিচিত বা বিখ্যাত হোক, যথাযথ বা মূল তথ্যসূত্র উদ্ঘাটন সম্ভব না হলে তা কখনোই নিবন্ধে উল্লেখ করা যাবে না।
৮. নিবন্ধের শেষে প্রতিটি তথ্যসূত্র এই বিন্যাসে লিখুন– উদ্ধৃতি, বই/গবেষণাপত্র/প্রবন্ধ, লেখক, পৃষ্ঠা, সংস্করণ, প্রকাশক, প্রকাশনার তারিখ
বিশেষ নির্দেশনা
১. নিবন্ধের কোনো অংশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উস্কানিমূলক বা বৈষম্যমূলক শব্দ বা বাক্য ব্যবহার করা যাবে না।
২. নিবন্ধ লেখা এবং তা প্রচারের ক্ষেত্রে অবশ্যই জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে।
৩. বাংলাদেশ এবং এখানকার মানুষের চিরায়ত সংস্কৃতি, ধর্ম ও বিশ্বাসের সাথে সাংঘর্ষিক বা বিরোধপূর্ণ কিছু একপাক্ষিকভাবে উল্লেখ করা যাবে না।
৪. নিবন্ধে আইন ও সংশ্লিষ্ট নীতিমালা সম্পর্কে বস্তুনিষ্ঠ সমালোচনা গ্রহণযোগ্য। তবে, আইন-বিরোধী কিছু লেখা যাবে না
৫. সামাজিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় সম্প্রীতি ও শৃঙ্খলা বিনষ্ট করতে পারে, এমন কোনো বিষয়ে যথাযথ তথ্যসূত্র থাকলেও তা লেখা যাবে না।
৬. রাজনৈতিক পক্ষপাতমূলক ও ব্যক্তিগত মতামত প্রচারণামূলক কিছু নিবন্ধে লেখা যাবে না।
৭. সম্পূর্ণ নিবন্ধ অবশ্যই আপনার নিজের লেখা হতে হবে। চৌর্যবৃত্তি বা কপি-পেস্ট ঘরানার কোনো নিবন্ধ প্রকাশের জন্য জমা দেয়া যাবে না।
৮. এই অংশে উল্লেখিত নির্দেশনাবলি অবশ্যই মেনে চলতে হবে। অন্যথায়, আপনার লেখা প্রকাশিত হবে না এবং প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশনা ও সম্মানী
১. আপনার নিবন্ধটি সম্পূর্ণ লেখা হয়ে গেলে গুগল ডক (Google Doc)-এ তা সংরক্ষণ করুন।
২. অতঃপর, গুগল ডকের মেনু থেকে File>Share>Share with others অপশন থেকে “LEARNERA.ACADEMY@GMAIL.COM” এই ইমেইলে শেয়ার করে নিচের ফর্মটি ফিলাপ করুন।
৩. নিবন্ধটি প্রাথমিকভাবে নির্বাচিত হলে আমাদের সম্পাদনা পর্ষদ আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় সম্পাদনা শেষে প্রকাশ করবে।
৪. লেখার গুণগত মান এবং অন্যান্য বিষয়াবলি বিবেচনা করে নিবন্ধ প্রকাশের পূর্বেই সম্মানী সম্পর্কে জানিয়ে দেয়া হবে।
৫. আপনার লেখা নিবন্ধটি চূড়ান্তভাবে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর যথাসময়ে সম্মানী প্রদান করা হবে।
৬. জমাদানকৃত সকল নিবন্ধ প্রকাশিত নাও হতে পারে না। নিবন্ধ প্রকাশিত না হলে সম্মানী দেয়া হবে না।
৭. নিবন্ধ প্রকাশের পর লেখক কর্তৃক তা মুছে ফেলার অনুরোধ গ্রহণযোগ্য হবে না। তবে, আমরা সর্বদাই নিবন্ধ সম্পাদনা, মুছে ফেলা বা ভিন্নভাবে ব্যবহারের অধিকার রাখবো।
৮. নিবন্ধ লেখার জেড়ে কোনো ধরণের হয়রানি বা ঝামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকলে আমরা লেখকের নাম গোপন রেখে নিবন্ধ প্রকাশ করবো।
নিবন্ধ লিখতে আপনার যেকোনো সহায়তা প্রয়োজন হলে কিংবা নিবন্ধ লেখার নিয়মাবলি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেইসবুক পেইজে যোগাযোগ করুন অথবা মেইল করুন – “contact@learneraacademy.com“
আপনার জন্য শুভ কামনা রইলো!